শীর্ষরিপো্র্ট ডটকম । ২১ সেপ্টেম্বর ২০১৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রথমবারের মত প্রবর্তিত ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়ে দেশব্যাপি আনন্দ র্যালি করবে ছাত্রলীগ।
বৃহস্পতিবার বেলা ১১টায় এক যোগে দেশব্যাপি এ র্যালি অনুষ্ঠিত হবে। বুধবার সন্ধ্যায় কেন্দ্রিয় ছাত্রলীগের দফতর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বাংলাদেশ ছাত্রলীগের অন্তর্গত প্রতিটি বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, হল, থানা, পৌর শাখাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে যথা সময়ে আনন্দ র্যালি বের করার জন্য অনুরোধ করা হয়েছে।