বিএনপি ব্যর্থ হচ্ছে এবং হবে : হাছান মাহমুদ

শীর্ষরিপো্র্ট ডটকম । ৭   জানুয়ারি  ২০১৭

বিএনপি ব্যর্থ হচ্ছে এবং হবে : হাছান মাহমুদ

বিএনপি ব্যর্থ হচ্ছে এবং হবে : হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াই ‘জঙ্গিবাদ’কে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। তিনি বলেন, বিএনপি ব্যর্থ হচ্ছে এবং হবে।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সামাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আগুন সন্ত্রাসী ও পেট্রোল বোমা হামলাকারিদের দ্রুত বিচারের দাবিতে এই সামবেশের আয়োজন করা হয়।

হাছান মাহমুদ বলেন, যারা জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তাদেরও বিচার হওয়া প্রয়োজন। যেখানে জঙ্গিবাদ দমনে বিশ্বের কাছে বাংলাদেশ প্রশংসিত, বিষয়টি বিএনপির কাছে ভালো লাগছে না। তাই বিএনপি জঙ্গিদের পক্ষে কথা বলছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, ওয়ার্ড কমিশনার হাসিবুর রহমান মানিক, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাজাহান আলম সাজু প্রমুখ বক্তব্য রাখেন।

হাছান মাহমুদ বলেন, সরকার জঙ্গিবাদকে একেবারে নির্মূল করতে না পারলেও তাদের শক্তিকে বিধ্বস্ত করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, বিএনপি ২০১৩-১৫ সালে আগুন-সন্ত্রাস চালিয়ে চেষ্টা করেছিল দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা হতাশ হয়ে এখন জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিয়ে আবারও দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। এখানেও তারা ব্যর্থ হচ্ছে এবং হবে।

সূত্র : বাসস

 

Related posts