বঙ্গবন্ধু কোনো দলের নন, জাতির সম্পদঃ রওশন এরশাদ

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২২  আগস্ট ২০১৬

বঙ্গবন্ধু কোনো দলের নন, জাতির সম্পদঃ রওশন এরশাদ

বঙ্গবন্ধু কোনো দলের নন, জাতির সম্পদঃ রওশন এরশাদ

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো বিশেষ দলের সম্পত্তি নন। তিনি সমগ্র বাঙালি জাতির সম্পদ। তিনি আমাদের জাতির জনক। তাকে সম্মান দেখানো সবার দায়িত্ব।

রওশন এরশাদ আরও বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। তিনি বাঙালি জাতির পিতা। দলীয় আদর্শ এবং রাজনৈতিক কর্মসূচি ভিন্ন হতে পারে কিন্তু এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য।

রোববার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

এছাড়াও জাতীয় পার্টির এমপিদের মধ্যে অংশ নেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, তাজুল ইসলাম চৌধুরী, ফখরুল ইমাম এমপি, মশিউর রহমান রাঙ্গা, একেএম মাইদুল ইসলাম, আমির হোসেন ভুইয়া, ইয়াহিয়া চৌধুরী, আলতাফ হোসেন, নুর ই হাসনা লিলি চৌধুরী, রওশন আরা মান্নান, মাহজাবিন মোর্শেদ প্রমুখ।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আসম ফিরোজ এতে অংশ নেন।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আজকের এই দিনটি জাতীয় সংসদের ইতিহাসেও মাইল ফলক হয়ে থাকবে। কারণ কোনো দিন জাতির জনককে স্মরণ করে জাতীয় সংসদে সরকার বা বিরোধী দল কারও উদ্যোগেই মিলাদ ও দোয়া মাহফিল হয়নি। আমরা জাতীয় পার্টির সংসদীয় দলকে ধন্যবাদ জানাই এ ধরনের মহৎ উদ্যোগের জন্য।

 

Related posts