শীর্ষরিপো্র্ট ডটকম। ১৭ মার্চ ২০১৬
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
বৃহস্পতিবার ভোর ৬টায় ধানমন্ডি ৩২ এ জাতির পিতার ৯৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে দিনের প্রথম প্রহরেই সংগঠনটির নেতা-কর্মীরা এ শ্রদ্ধা নিবেদন করে।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন। এসময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়াও সংগঠনটি বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে এক আলোচনা সভা এবং সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যাললের জগন্নাথ হলে প্রার্থনা সভার আয়োজন করেছে।