ফাইনালের জন্য প্রস্তুত হোন : স্বাস্থ্যমন্ত্রী

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৫  ডিসেম্বর  ২০১৬

ফাইনালের জন্য প্রস্তুত হোন : স্বাস্থ্যমন্ত্রী

ফাইনালের জন্য প্রস্তুত হোন : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে ‘রিহার্সাল’ বলে উল্লেখ করে ২০১৯ সালে ‘ফাইনাল’ খেলার জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার ।

শনিবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

মহান বিজয় ‍দিবসের ৪৫ বছরপূর্তি উপলক্ষে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন এ আলোচনার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গাজী মো. দেলোয়ার হোসেন।

মোহাম্মদ নাসিম বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ব্যক্তির সঙ্গে লড়াই নয়, আদর্শের সঙ্গে লড়াই হয়েছে। জাতীয় নির্বাচনের আগে এটা ছিল প্রথম ‘রিহার্সাল’। সেই ‘রিহার্সালে’ আমরা জয় লাভ করেছি।

বিএনপিকে আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘একেবারে ফাইনাল খেলা হবে ২০১৯ সালে। তাই সতর্ক হতে হবে। প্রস্তুত হতে হবে। মনে রাখতে হবে, এক লাখ ভোট পেয়েছে তারা। আমাদের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি, তা নারায়ণগঞ্জের নির্বাচনে প্রমাণ হয়ে গেছে। এটা মনে করেই আমাদের কাজ করতে হবে। বিএনপির ভালো শক্তি আছে, সেখানে তাদের জনগণের সমর্থন আছে, বোঝা যাচ্ছে।’

২০১৯ সালের আগে জাতীয় নির্বাচন হবে না জানিয়ে মন্ত্রী বলেন, ’১৯ সালের আগে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। এখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা কাজ করেছেন, তারাই কাজ করবেন।’

নারায়গঞ্জে বিএনপি দুর্বল প্রার্থী দিয়েছিল বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি এবারের নির্বাচনে সর্বশক্তি নিয়োগ করেছিল। তবে নির্বাচনী খেলায় তারা ভুল প্লেয়ার সিলেক্ট করেছিল। এই প্লেয়ার ছিল দুর্বল। দুর্বল প্লেয়ার দিয়ে গোল করা যায় না। তাছাড়া তারা জামায়াতকে ছাড়েনি, এটা মানুষ গ্রহণ করেনি। ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই মাসে জামায়াতকে সঙ্গে নিয়ে বিজয় হতে পারে না।

নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে অভিযোগ তোলায় বিএনপির তীব্র সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপির যে রিঅ্যাকশন দেখাল, তাতে দুঃখ লাগে। জয়-পরাজয় তো আছে। আমরা যখন পাঁচ সিটি নির্বাচনের পরাজিত হয়েছিলাম, তখন তো আবোল-তাবোল মন্তব্য করিনি। এখন তো মনে হয় বিএনপির মাথার নাট-বল্টু ঢিলে হয়ে গেছে। তারা বলতে পারত, আমরা হেরে গেছি, রায় মেনে নিলাম।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জঙ্গি দমনে সফলতার প্রভাব পড়েছে বলে দাবি করে তিনি বলেন, ‘আজকে আশকোনায় অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে জঙ্গি দমন করা হয়েছে। গুলশান–শোলাকিয়া ঘটনার পর সরকার সফলভাবে জঙ্গি দমন করেছে। আর বাংলাদেশের মানুষ সরকারের জঙ্গি দমনের সফলতা দেখেছে। এই সফলতার প্রভাবেই নারায়ণগঞ্জে আমরা ফলাফল পেয়েছি। জঙ্গি দমনের পর সফলতার এটাই প্রথম রায়।’

 

 

Related posts