ফখরুল বছরজুড়ে সাফল্যই দেখছেন

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৯ ডিসেম্বর  ২০১৬

ফখরুল বছরজুড়ে সাফল্যই দেখছেন

ফখরুল বছরজুড়ে সাফল্যই দেখছেন

কাউন্সিলের ৯ মাস পার হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি বিএনপি। এ ছাড়া দুটি অঙ্গ ও সহযোগী সংগঠনের আংশিক কমিটি গঠন করলেও ৯টির কমিটি গঠনের উদ্যোগই নেয়া হয়নি।

এরপরও ২০১৬ সালে দল গোছানোকেই বিএনপির সাফল্য হিসেবে বলেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও এ বছর দলের আরো অনেক সাফল্য আছে বলে মনে করেন তিনি।

বুধবার মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ২০ দলীয় জোটের শরিক জাগপা সভাপতি শফিউল আলম প্রধানকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। গত সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হন প্রধান।

গত এক বছরে বিএনপির নিজের কাজের মূল্যায়ন করতে বলা হলে ফখরুল বলেন, চলতি বছর দলের জাতীয় কাউন্সিল ও দল গোছানোকে সাফল্য হিসেবে দেখছি। ফখরুল বলেন, ‘চলতি বছরে আমাদের সাফল্য অনেক। আমরা সফলভাবে কাউন্সিল করতে পেরেছি। প্রতিকূল অবস্থার মধ্যেও দল গোছাতে পারা এটাও আমাদের সাফল্য।’

চলতি বছরের মার্চে বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলন করে বিএনপি। এরপর দলের সাড়ে পাঁচশ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। তবে এখনো গুরুত্বপূর্ণ পদে নেতা নির্বাচন করতে পারেনি দলটি।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের স্মরণে বিএনপির কর্মসূচিতে সরকার বাধা দেবে না বলে আশা করেন ফখরুল। ওই দিনের কর্মসূচি গণতান্ত্রিক হবে বলেও নিশ্চয়তা দিয়েছেন তিনি।

২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। তাদের আন্দোলনের মুখে আওয়ামী লীগ কার্যত একতরফা ভোটে জিতে ক্ষমতায় আছে। সেই থেকে এই দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে বিএনপি। দশম সংসদ নির্বাচনের তৃতীয় বার্ষিকীতে এই দিনে ঢাকা ছাড়া সারাদেশে কালো পতাকা মিছিল এবং ৭ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

সোহরাওয়ার্দী উদ্যানে গত ৭ নভেম্বরও জনসভার ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে পুলিশের অনুমতি না পাওয়ায় সে সমাবেশ করতে পারেনি তারা। ফখরুল বলছেন, ‘আমরা ৫ জানুয়ারি গণতা‌ন্ত্রিক কর্মসূচি পালন করবো। আশা করি সরকার তাতে বাধা দে‌বে না।’

জেলা পরিষদ নির্বাচনে বিএনপির অংশ না নেয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ফখরুল। বলেন, ‘সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিএনপি জেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়নি।’

তিনি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।’ বর্তমান সরকারের অধীকে কোনোদিন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।

 

Related posts