শীর্ষরিপো্র্ট ডটকম । ১৭ সেপ্টেম্বর ২০১৬
সাম্প্রতি দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১১ নেতাকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রেরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার বিরোধী দলকে দমন করার হীন চক্রান্তের অংশ হিসেবে নেতাকর্মীদের মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেফতার করছে।
বিএনপি মহাসচিব অবিলম্বে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।