প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য ১৮ ঘণ্টা চিন্তা করেন

শীর্ষরিপো্র্ট ডটকম । ১ ফেব্রুয়ারি ২০১৭

প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য ১৮ ঘণ্টা চিন্তা করেন

প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য ১৮ ঘণ্টা চিন্তা করেন

রেলমন্ত্রী মুজিবুল হক দেশের মানুষের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ ঘণ্টা চিন্তা করেন বলে মন্তব্য করেছেন । বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

রেলমন্ত্রী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর পরিবার একটি সোনার খনি। বঙ্গবন্ধু ওই পরিবারের অভিভাবক। বঙ্গবন্ধু এ জাতির স্বাধীনতা এনে দিয়েছেন। তার কন্যা শেখ হাসিনা আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই পরিবার জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছে, বাংলাদেশের কোনো পরিবার এত ত্যাগ স্বীকার করে নাই। সেই পরিবারের কন্যা শেখ হাসিনা, তিনি নিজের জন্য কিছু করেন না, এদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য ১৮ ঘণ্টা চিন্তা করেন।’

তিনি বলেন, ‘আল্লাহ মানুষ ছাড়া আর কাউকে বাকশক্তি দেননি। পশু-পাখি কেউ কথা বলতে পারে না। কারণ আল্লাহ তাদের বাকশক্তি দেননি। বাকশক্তি দিয়েছেন একমাত্র মানুষকে। এই মানুষ যাদের বাকশক্তি আছে আজকে বিএনপি নেত্রী খালেদার মতো অনেকেই সত্য কথা স্বীকার করেন না।’

স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, যদি পদ্মা ব্রিজ (পদ্মা সেতু) কথা বলতে পারত, পদ্মা ব্রিজের জবান যদি আল্লাহ দিত আপনি যদি প্রশ্ন করতেন, হে ব্রিজ তোমাকে কে তৈরি করেছে? ব্রিজ উত্তর দিত জননেত্রী শেখ হাসিনা।’ মন্ত্রীর এ বক্তব্যের পর সংসদে উপস্থিত সাংসদরা টেবিল চাপড়ে সমর্থন জানান।

জনগণকে সেবা দেয়ার লক্ষ্যে এ পর্যন্ত ৪৮টি প্রকল্প হাতে নেয়া হয়েছে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, ‘বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। প্রকল্পসমূহের মূল লক্ষ্য নতুন ইঞ্জিন আনা, বগি আনা, স্টেশনগুলোকে আধুনিকায়ন করা, রেলের বড় বড় ব্রিজ নির্মাণ ও জরাজীর্ণ রেলপথ মেরামত করা।’

বিএনপির আমলে রেলপথ শতভাগ অবহেলিত ছিল মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া রেলের প্রতি কোনো নজর দেননি। সরকারে আসার পর আমার নেত্রী শেখ হাসিনা সবাইকে সেবা দেয়ার জন্য রেলপথ মন্ত্রণালয় গঠন করেন।’

 

Related posts