প্রকৃত আসামিদের আড়াল করতেই ক্রসফায়ার : খালেদা

শীর্ষরিপো্র্ট ডটকম। ১৯  জুন ২০১৬

প্রকৃত আসামিদের আড়াল করতেই ক্রসফায়ার : খালেদা

প্রকৃত আসামিদের আড়াল করতেই ক্রসফায়ার : খালেদা

প্রকৃত আসামিদের আড়াল করতেই ক্রসফায়ার দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাজধানীর হোটেল পূর্বাণীতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, দেশে কি হচ্ছে, কি চলছে সবাই জানেন। দেশ আছে কিনা সেট নিয়েও সন্দেহ রয়েছে। দেশ কে চালাচ্ছে তা নিয়েও সংশয় রয়েছে।

তিনি আরো বলেন, অনেক ঘটনা ঘটছে কিন্তু বিচার হয়নি। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার কয়েক বছর পার হলো কিন্তু এখনো বিচার হয়নি। এর পেছনে বড় কারণ আছে।

সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, অপরাধী ধরা পড়লো অথচ রিমান্ডে থাকা অবস্থায় ক্রসফায়ারে দেয়া হচ্ছে। কারণ আটককৃতরা এমন তথ্য দেয় যার সঙ্গে সরকার জড়িয়ে যায়। তাই ক্রসফায়ার।

কোর্ট নির্দেশ দিয়েছেন বিনা ওয়ারেন্টে ধরা যাবে না অথচ গ্রেফতার করা হচ্ছে। দেশে কারো কোন নিরাপত্তা নেই। প্রধানমন্ত্রী নামেই প্রধানমন্ত্রী। এদেশের স্বাধীনতা বিপন্ন হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

 

Related posts