তিন সপ্তাহে ভারতে বন্যায় ১৫২ জনের মৃত্যু

শীর্ষরিপো্র্ট ডটকম। ৩  আগস্ট ২০১৬

তিন সপ্তাহে ভারতে বন্যায় ১৫২ জনের মৃত্যু

তিন সপ্তাহে ভারতে বন্যায় ১৫২ জনের মৃত্যু

বন্যাক্রান্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলা। ছবি: রয়টার্স ফাইল

অতিবৃষ্টিতে ভারতজুড়ে দেখা দেওয়া বন্যায় গত তিন সপ্তাহে অন্তত ১৫২ জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

দেশটির কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, শুধু উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম প্রদেশেই ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং ১১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বন্যাকবলিত রাজ্যটির কাজিরাঙ্গা জাতীয় উদ্যান থেকে বন্যপ্রাণিদের উদ্ধার করার উদ্যোগও অব্যাহত আছে বলে জানিয়েছেন তারা। এই বনটি এক শৃঙ্গি গণ্ডারদের শেষ আবাসস্থলগুলোর মধ্যে অন্যতম।

কর্মকর্তা জানিয়েছেন, বনটির ৮০ শতাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে এবং ১৭টি গণ্ডারসহ একশটিরও বেশি বন্যপ্রাণি মারা গেছে।

বন্যায় পশ্চিমবঙ্গ, বিহার ও হিমাচল প্রদেশের বিস্তৃর্ণ কৃষি এলাকা ডুবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বার্তা সংস্থা পিটিআই্ জানিয়েছে, হিমাচল প্রদেশের পর্যটন এলাকা মানালি যাওয়ার মহাসড়কে শত শত বন্যার্ত মানুষ আশ্রয় নিয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।

 

 

Related posts