শীর্ষরিপো্র্ট ডটকম । ৬মে ২০১৭
জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ।
শনিবার বেলা ১১ টার দিকে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে বিজয় নগর নাইটেঙ্গেল মোড় পর্যন্ত তারা এ বিক্ষোভ করে। বিক্ষোভে নেতৃত্ব দেন ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জুয়েলসহ যুবদলের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী।
এ সময় এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ভোটারবিহীন সরকার হয়রানি করছে। এসব মিথ্যা মামলা সরকারকে প্রত্যাহার করতে হবে। অন্যথায় যুবদলের নেতাকর্মীরা এমন আন্দোলন গড়ে তুলবে সরকার পালানোর পথ পাবে না।