ঢাকার দুই সড়ক হবে গাড়িমুক্তঃমেয়র আনিসুল হক

শীর্ষরিপো্র্ট ডটকম । ২৩  সেপ্টেম্বর ২০১৬

ঢাকার দুই সড়ক হবে গাড়িমুক্তঃমেয়র আনিসুল হক

ঢাকার দুই সড়ক হবে গাড়িমুক্তঃমেয়র আনিসুল হক

রাজধানীতে দুটি সড়ক গাড়িমুক্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন, এ সব সড়ক কেবল হাঁটার জন্য উন্মুক্ত করা হবে।

বৃহস্পতিবার ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান মেয়র।

রাজধানীর যানজট রোধে সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানান মেয়র। তিনি জানান, আলাদা সাইকেল লেন, অন্ধ ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সংকেতের ব্যবস্থাসহ ঢাকাতে পৃথক দুটি সড়ক গাড়িমুক্ত ঘোষণা করা হবে।

মেয়র আরো বলেন, ‘দুটো জায়গায়—একটি মিরপুর-মোহাম্মদপুরে এবং আরেকটি গুলশান-বনানীতে আগামী বছরের মার্চ থেকে যত ছোটই হোক সেটা (গাড়িমুক্ত সড়ক) ঘোষণা করা হবে। মানে শুধু হাঁটার জন্য।’

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্ঘটনা ও যানজট রোধে শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন প্রণয়নের লক্ষ্যে শিগগিরই সংসদে বিল উঠছে। তিনি বলেন, ‘পরিবারপ্রতি ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ব্যাপারে নিয়ন্ত্রণ আমরা আরোপ করব দুর্ঘটনা, যানজট এড়ানোর জন্য।’

সড়ক দুর্ঘটনা নিত্যদিনের দুর্ভাবনা বলে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘সড়ক পরিবহন আইনে পরিবারপ্রতি ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ব্যাপারে নিয়ন্ত্রণ আমরা আরোপ করব দুর্ঘটনা ও যানজট এড়ানোর জন্য। যারা আইন ভঙ্গ করবে, অন্যায় করবে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি আরোপ করার বিধানসংবলিত বিল আমরা পার্লামেন্টে নিয়ে আসব।’

বিভিন্ন গবেষণার পরিসংখ্যান অনুযায়ী, গত ১৪ বছরে দেশের প্রায় সাড়ে ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। এ হিসাবে প্রতিদিন গড়ে নিহত হয়েছে আটজন।

যাত্রীকল্যাণ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, এবার ঈদুল আজহার ছুটির আগে ও পরে মোট ১২ দিনে শুধু সড়ক দুর্ঘটনাতেই সারা দেশে প্রাণ হারিয়েছে আড়াইশোর বেশি মানুষ।

 

Related posts