ডিবিএস গুরুত্ব দিতে চায় ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে

শীর্ষরিপো্র্ট ডটকম। ২৯  জুলাই ২০১৬

ডিবিএস ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বিশেষ গুরুত্ব দিতে চায়

DBS Bank

ভারতে ৭০ টি শাখা খুলতে চায় DBS Bank।  এখনও অনুমোদন পায়নি। তবে না পেলেও কুছ পরোয়া নেহি। ডিজিটাল ব্যাঙ্কিং দিয়েই ঢুকে পড়বে SME Financing এর দুনিয়ায়। কারণ সংস্থার সিইও পীযুষ গুপ্তা টের পেয়েছেন ভারতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পই গ্রোথ ইঞ্জিন।

সিঙ্গাপুরের DBS Bank ভারতের বাজারে সম্ভাবনা দেখতে পাচ্ছে। ফলে ভারতে আরও ৭০ টি শাখা খুলতে উৎসাহী এই বিদেশি ব্যাঙ্ক। লাইসেন্স পেলে দেশের বিভিন্ন প্রান্তে ৭০ টি শাখা খুলবে বলে সংস্থার সিইও পীযুষ গুপ্তা জানিয়েছেন। ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বিশেষ গুরুত্ব দিতে চায় ডিবিএস। এবং এই সেগমেন্টের ব্যাঙ্ক হিসেবে নিজেদের ব্র্যান্ডিং ও করতে আগ্রহী পীযুষ। তবে এই ধরণের ব্যবসা করার অনুমতি না পেলেও পিছিয়ে আসতে চায় না ডিবিএস। ইতিমধ্যেই রিটেল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা চালু করে দিয়েছে এই ব্যাঙ্ক। আগামী মাস সাতেকের মধ্যেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পদ্যোগীদের জন্যে সেই একই পরিষেবা নিয়ে হাজির হওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে ডিবিএস ব্যাঙ্ক। ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা চালু করার পর মাত্র দুমাসেই এক লক্ষ গ্রাহক পেয়ে গিয়েছেন ওরা। পীযুষ জানান, জার্মানি এবং তাইওয়ানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পই দেশের অর্থনীতিকে চাঙ্গা রেখেছে এখন ভারতের অর্থনৈতিক মানচিত্রে নিজস্ব উদ্যোগই জরুরি বিষয়। কারণ এর মারফতই বেকার সমস্যার সমাধান হবে এবং আরও আরও বাণিজ্যিক উদ্যোগের ফলে এগিয়ে যেতে পারবে ভারত। আর ডিবিএস চায় যেন তেন প্রকারেণ এই গ্রোথ এক্সপ্রেসে সওয়ার হতে।

Source: Yourstory Bangla

 

Related posts