শীর্ষরিপো্র্ট ডটকম । ২ ফেব্রুয়ারি ২০১৭
ডিএনসিসি মেয়র আনিসুল হক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রধান কার্যালয় গুলশান ৮১ এভিনিউ থেকে স্থানান্তর করে গুলশানের সেন্টার পয়েন্টে নেয়া হচ্ছে। আগামী ৫ ফেব্রুয়ারি রোববার নতুন এ কার্যালয়ের উদ্বোধন করবেন ।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো.মঞ্জুর-ই-মাওলা। তিনি জানান, ডিএনসিসি নতুন কার্যালয় হিসেবে গুলশান-২ এর সেন্টার পয়েন্টের নম্বর-৯০ রোডের ২৩-২৬ নম্বর প্লটের ৮, ৯ ও ১০ নম্বর লেভেল।
আগামী ৫ ফেব্রুয়ারি বিকেলে ডিএনসিসি মেয়র আনিসুল হক নতুন প্রধান কার্যালয় উদ্বোধন করবেন। তবে গুলশান ৮১ এভিনিউয়ে কিছু কিছু বিভাগ থাকবে। এখান থেকেও ডিএনসিসির কিছু কার্যক্রম চালানো হবে বলেও জানান তিনি।
জানা গেছে, অবিভক্ত সিটি কর্পোরেশনের (ঢাকা সিটি কর্পোরেশন) প্রাণকেন্দ্র ফুলবাড়িয়া নগর ভবন। এতে প্রায় ১০ একর জায়গার ওপর নির্মিত ১৪ তলা বিশিষ্ট একটি দৃষ্টিনন্দন ভবন রয়েছে। তৎকালীন এরশাদ সরকার আশির দশকের দিকে সেখানে দৃষ্টিনন্দন নগর ভবনটি তৈরি করেন।