টেক্সটাইল খাতে নেতিবাচক প্রভাব ফেলবে গ্যাসের মূল্যবৃদ্ধিতে

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৫ ডিসেম্বর  ২০১৬

টেক্সটাইল খাতে নেতিবাচক প্রভাব ফেলবে গ্যাসের মূল্যবৃদ্ধিতে

টেক্সটাইল খাতে নেতিবাচক প্রভাব ফেলবে গ্যাসের মূল্যবৃদ্ধিতে

ক্যাপটিভ পাওয়ার জেনারেটরে ব্যবহৃত গ্যাসের উপর ১৩০ শতাংশ মূল্যবৃদ্ধির প্রস্তাব সার্বিক টেক্সটাইল খাতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সংস্থাটির ৩৩তম বার্ষিক সাধারণ সভায় নেতারা এ আশঙ্কা করেন।

শনিবার কাওরানবাজারস্থ ইউনিক ট্রেড সেন্টারে সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির প্রেসিডেন্ট তপন চৌধুরীর সভাপতিত্বে সভায় ২০১৫-২০১৬ অর্থ বছরের আয় ব্যয়ের হিসাবসহ  পরিচালনা পর্ষদের রিপোর্ট অনুমোদিত হয়। এছাড়াও ২০১৬ সালে সমিতির পরিচালানা পর্ষদ কর্তৃক টেক্সটাইল খাতের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়।

সভায় নেতারা বলেন, সরকার ক্যাপটিভ পাওয়ার জেনারেটরে ব্যবহৃত গ্যাসের উপর ১৩০শতাংশ  মূল্যবৃদ্ধির প্রস্তাব সার্বিক টেক্সটাইল খাতে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এছাড়া পানগাঁও আইসিটি’র মাধ্যমে ২০ শতাংশ কাঁচাতুলা ও ৪০ শতাংশ মেশিনারি আমদানি সর্ম্পকিত প্রজ্ঞাপনে সৃষ্ট জটিলতা, সরকার কর্তৃক বস্ত্র আইন ২০১৬ এ খাতের উন্নয়নকে বাধাগ্রস্ত করবে।

এ অবস্থায় উল্লেখিত বিষয়গুলোর ক্ষেত্রে আরো সর্তকভাবে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়।

 

 

Related posts