টঙ্গীতে বয়লার বিস্ফোরণে নিহত ২৩

শীর্ষরিপো্র্ট ডটকম । ১০  সেপ্টেম্বর   ২০১৬

টঙ্গীতে বয়লার বিস্ফোরণে নিহত ১৫

টঙ্গীতে বয়লার বিস্ফোরণে নিহত ১৫

গাজীপুর মহানগরীর টঙ্গীর বিসিক মোড়ে শনিবার সকালে কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো মোট ২৩ জনে।

এছাড়া আরো ৩০ জনকে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় কারখানার ভবনের একাংশ ধসে পড়েছে। বিস্ফোরণের ফলে ওই ভবনটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ পর্যন্ত নিহত ৮ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন- কারখানার শিফট ইন চার্জ শুভাষ (৪০), প্রিন্টিং হেলপার রফিকুল ইসলাম (২৮), সিকিউরিটি গার্ড হান্নান (৪৫), অপারেটর মামুন (৪০), অপারেটর আনোয়ার (৪০), অপারেটর জয়নুল (৩৪), ক্লিনার শংকর (৩৮) ও ক্লিনার রেদোয়ান (৩৫)।

 

 

Related posts