শীর্ষরিপো্র্ট ডটকম । ১ সেপ্টেম্বর ২০১৬
দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছেন বিএনপি চেয়ারপপরসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার বেলা সোয়া ১০টায় শেরে বাংলা নগরে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন তিনি।
এর আগে, বেলা পৌনে ১১টায় গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়া সমাধির পথে রওনা করেন বলে জানান তার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
এদিকে খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই জিয়ার সমাধিস্থলে জড়ো হন দলটির নেতাকর্মীরা। খালেদা জিয়া চন্দ্রিমা উদ্যানে প্রবেশ করার পর তারা দলের চেয়ারপারসনকে স্বাগত জানান।