জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে নতুন করে হামলা-মামলা ও গ্রেফতার : ফখরুল

শীর্ষরিপো্র্ট ডটকম । ১১ এপ্রিল  ২০১৭

জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে নতুন করে হামলা-মামলা ও গ্রেফতার : ফখরুল

জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে নতুন করে হামলা-মামলা ও গ্রেফতার : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন  সরকার তাদের সব অন্যায় ও দেশবিরোধী কর্মকাণ্ড থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে সরাতে দেশব্যাপী নতুন করে হামলা-মামলা ও গ্রেফতার শুরু করেছে ।

সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

বিবৃতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘আজ ইকবাল হাসান মাহমুদ টুকুকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ, সরকারি নিপীড়নের আরেকটি অধ্যায়। বিএনপিকে নানাভাবে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার মহাপরিকল্পনার অংশ হিসেবেই ইকবাল হাসান মাহমুদ টুকুকে কারাগারে প্রেরণ করা হলো।’

তিনি বলেন, ‘বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিশ্চিহ্ন করার গভীর চক্রান্তে লিপ্ত বর্তমান শাসকগোষ্ঠী অব্যাহত গতিতে নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দিয়ে কারাগারে পাঠাচ্ছে। আওয়ামী লীগ সরকার উপলদ্ধি করেছে, যেহেতু জনসমর্থন নেই তাই এবার ক্ষমতা হারালে ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘দেশের জনগণ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের সুযোগ পেলে সম্পূর্ণরূপে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে। এ কারণেই জনমতকে অগ্রাহ্য করে জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে জোর করে ক্ষমতায় থাকতে চায় সরকার।’

ইকবাল হাসান মাহমুদ টুকু আওয়ামী লীগ সরকারের চরম প্রতিহিংসার রাজনীতির শিকার বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

Related posts