শীর্ষরিপো্র্ট ডটকম। ২০ জুন ২০১৬
ব্লেইম গেইম না করে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জে (অব) মাহবুবুর রহমান।
সোমবার বেলা পৌনে ১১টায় রাজধানীর রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ আহ্বানের কথা জানান।
তিনি বলেন, বিএনপি ধর্মীয় উগ্রবাদের বিপক্ষে। রামকৃষ্ণ মিশনে হুমকি মানে সারাদেশের উপর হুমকি।
হুমকি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সাবেক এই সেনাপ্রধান বলেন, এমন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব।
মিশনের গুরু স্বামী গুরুসেবানন্দ (মৃদুল মহারাজ) জানান, গত ১৫ জুন কথিত আইএস চিঠি দিয়ে মিশনকে হুমকি দেয়। চিঠিতে কি কি লেখা ছিল সে বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি। বিএনপির প্রতিনিধি দল আসায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
এই হুমকিতে তিনি কতটা উদ্বিগ্ন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক সেনাপ্রধান লে. জে (অব) মাহবুবুর রহমান স্যার এসেছেন। এতেই আমরা সন্তুষ্ট।
বিএনপির পাঁচ সদস্যের দলের নেতৃত্ব দেন লে. জে মাহবুবুর রহমান। প্রতিনিধি দলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধাপক সুকমল বড়ুয়াও উপস্থিত ছিলেন।