জঙ্গিবাদের বিপদ এখনও কাটেনি : সেতুমন্ত্রী

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৯  ডিসেম্বর  ২০১৬

 জঙ্গিবাদের বিপদ এখনও কাটেনি : সেতুমন্ত্রী

জঙ্গিবাদের বিপদ এখনও কাটেনি : সেতুমন্ত্রী

জঙ্গিবাদের বিপদ এখনও কাটেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জঙ্গিবাদ সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, জঙ্গিবাদের ভয় এখনও আছে।

বুধবার বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেকের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামান, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের বলেন, জঙ্গিবাদ নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও শঙ্কিত। জঙ্গিবাদ নিয়ে বিচলিত ও উদ্বিগ্ন হওয়ার যথেষ্ঠ কারণ আছে। খণ্ডখণ্ড প্রতিবাদ করে হবে না, সবাইকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদের বিষবৃক্ষ উপড়ে ফেলতে হবে।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধুর পুরো পরিবারকে ধ্বংস করা হয়েছে। কিন্তু চক্রান্ত এখনও শেষ হয়নি। চক্রান্ত এখনও চলছে। শেখ হাসিনাকে বহনকারী বিমানে যে ঘটনা ঘটলো সেটাকে হালকাভাবে উড়িয়ে দেয়া যাবে না। এর আগে শেখ হাসিনাকে আক্রমণের জন্য ১৯ বার চেষ্টা হয়েছে। বিমানের ঘটনায় তা ২০ বার হলো।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাদের জন্ম, ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাদের বিকাশ তারাই ষড়যন্ত্রের কথা বলেন। শেখ হাসিনা ষড়যন্ত্র করেন না, তিনি বার বার ষড়যন্ত্রের শিকার হয়েছেন। নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে কিছু খুঁজে না পেয়ে বিএনপি নেত্রী এখন অন্ধকারে ঢিল মারছেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে স্বাধীন করে বঙ্গবন্ধু ভুল করেননি। স্বাধীনতার ৪৫ বছরে পাকিস্তানকে সব সূচকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ২৫টি সূচকে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে।

 

 

Related posts