ঘটনা আড়াল করতেই ফাহিমকে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা : বিএনপি

শীর্ষরিপো্র্ট ডটকম। ১৮  জুন ২০১৬

ঘটনা আড়াল করতেই ফাহিমকে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা : বিএনপি

ঘটনা আড়াল করতেই ফাহিমকে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা : বিএনপি

প্রকৃত ঘটনা আড়াল করতেই গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

শনিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি করেন।

প্রসঙ্গত, শনিবার ভোরে মাদারীপুর জেলার সরকারি নাজিমউদ্দিন কলেজের শিক্ষক রিপন চক্রবর্তী হত্যা চেষ্টায় জড়িত ফাহিম পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ফাহিম বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘পুলিশ ফাহিমকে রিমান্ডে নিয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিতে পারত। জানা যেত, সে প্রকৃত জঙ্গি কিনা। প্রকৃত জঙ্গি হলে তার সঙ্গে আর কারা কারা জড়িত, সেটাও জানা যেত। এমনকি তাদের নেটওয়ার্ক সম্পর্কেও জানা যেত। ফলে এটা (প্রকৃত তথ্য) জনসন্মুখে উন্মোচন হতো। তাদের নামগুলো জানা যেত।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘সরকার তাকে (ফাহিম) বন্দুকযুদ্ধে হত্যা করল। হত্যা করল মানে প্রকৃত ঘটনা আড়াল করা হলো। এটাকে (প্রকৃত তথ্য) সামনে আসতে দিল না। আমরা আগেই বলেছি, প্রতিটি সন্ত্রাসের সঙ্গে রাষ্ট্রের একটা সম্পর্ক থাকে। আমাদের দলের চেয়ারপারসন বলেছেন, উগ্রবাদী চক্রের সঙ্গে সরকার জড়িত। আজকের এই ঘটনাটিতে আবারো প্রমাণিত হলো, জঙ্গিবাদ নিয়ে ঘন কুয়াশা তৈরি করেছে সরকার। এগুলোর সঙ্গে সরকার জড়িত।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সেলিমুজ্জামান সেলিম, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইফুল ইসলাম পটু, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, যুবদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি কফিল উদ্দিন ভুঁইয়া, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

 

Related posts