শীর্ষরিপো্র্ট ডটকম । ১৫ এপ্রিল ২০১৭
খালেদা জিয়া বলেছেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ৮ কোটি। তারা মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। আজকে বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি। কিন্তু দেশে গণতন্ত্র নেই। কাজেই এ বিশাল জনগোষ্ঠীকে নিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজনে আবারও সংগ্রাম করা হবে।’
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে বাংলা নববর্ষ উদযাপনের সময় তিনি এসব কথা বলেন।
এছাড়া জাসাসের আয়োজনে এ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া বলেন, ‘দেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই। স্বাধীন দেশের এ অবস্থায় দেশের জন্য অনেকে অনেক কিছু করতে চায়। কিন্তু এ সুযোগে যদি কেউ দেশের প্রভু সাজতে চায় তা মেনে হবে না। প্রতিহত করা হবে।’
সংক্ষিপ্ত বক্তব্যে হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার আহ্বান জানান তিনি।
এর আগে নেতাকর্মীদের সঙ্গে বাংলা নববর্ষ উদযাপনের বিকেল ৪টা দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপি চেয়ারপারসন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।