খুনিদের আড়াল করতেই বিএনপির উপর দায় চাপাচ্ছে সরকার

শীর্ষরিপো্র্ট ডটকম। ২৯  এপ্রিল  ২০১৬

খুনিদের আড়াল করতেই বিএনপির উপর দায় চাপাচ্ছে সরকার

খুনিদের আড়াল করতেই বিএনপির উপর দায় চাপাচ্ছে সরকার

খুনিদের আড়াল করতে সরকার বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার বেলা সোয়া ১১টায় নয়াপল্টনে বিএনপির   কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, সম্প্রতি কলাবাগানে জুলহাস মান্নান ও মাহবুব তনয়ের খুনিদেরকে আড়াল করতেই উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে দায়ী করছে সরকার।

তিনি আরো বলেন, হরকাতুল জিহাদ আওয়ামী লীগের আমলে সৃষ্টি। মুফতি হান্নানকে গ্রেফতার করে বিচারের আওতায় এনেছে বিএনপি। এছাড়া অনেক খুনীকে বিএনপির আমলে আটক হলেও পরে আওয়ামী লীগ সরকার তাদেরকে ছেড়ে দেয়।

বিএনপি খুনের রাজনীতি করে না উল্লেখ করে রিজভী বলেন, খুনিদের প্রশ্রয় দেয়া বন্ধ করুন। ইনুর নিকট জানতে চান খুনিরা কোথায় থাকেন। বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে কোন লাভ হবে না। খুনিদের আড়াল না করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন।

দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে দাবি করে রিজভী বলেন, জঙ্গী দমনে অতীতের অভিজ্ঞতা নিয়ে বিএনপি আপনাদেরকে (সরকার তথা আওয়ামী লীগকে) সহযোগীতা করতে প্রস্তুত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম প্রমূখ।

 

Related posts