শীর্ষরিপো্র্ট ডটকম । ৩ জানুয়ারি ২০১৭
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জনবিচ্ছিন্নতা থেকে দলকে রক্ষা করতে মিথ্যাচারের পথ বেছে নিয়েছেন।
মঙ্গলবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খালেদার বক্তব্যের জবাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে বিশেষ করে নাসিক নির্বাচনে বিএনপির ভরাডুবির পর তাদের জনপ্রিয়তা যে তলানিতে তা খালেদা জিয়া উপলব্ধি করতে পেরেছেন।
আওয়ামী লীগের এ নেতা বলেন, পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা, সরকারি-বেসরকারি সম্পত্তি ও আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করায় বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।