শীর্ষরিপো্র্ট ডটকম । ১৩ ডিসেম্বর ২০১৬
শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার সকাল ১০ টায় তিনি দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এর আগে সকাল ৯টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওয়ানা করবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এদিকে দলের পক্ষ থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।