শীর্ষরিপো্র্ট ডটকম । ১ জানুয়ারি ২০১৭
জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার বিকেল সোয়া ৪টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে উপস্থিত হয়েছেন তিনি। পরে উদ্বোধনী মঞ্চে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ছাত্র সমাবেশের শুভ উদ্বোধন ঘোষণা করেন খালেদা জিয়া।
বিকেল ৩টায় গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে রওনা দেন তিনি। সড়কে যানজটে প্রায় ৩০ মিনিট আটকা পড়েন বিএনপি চেয়ারপারসন।
বেলা ২টায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও খালেদা জিয়ার আগমনে বিলম্ব হওয়ায় বিকেল ৪টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অায়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন খালেদা জিয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা সমাবেশস্থলে উপস্থিত রয়েছেন।