শীর্ষরিপো্র্ট ডটকম । ২০ এপ্রিল ২০১৭
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবঘোষিত ঢাকা মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার রাতে গুলশানস্থ চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের নেতৃবৃন্দ এ ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মঙ্গলবার মধ্যরাতে ঢাকা মহানগর বিএনপিকে (উত্তর-দক্ষিণ) দুই ভাগে ভাগ করে নতুন কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে মহানগর উত্তরের সভাপতি এম কাইয়ূম এবং দক্ষিণের সভাপতি হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে নির্বাচিত করা হয়েছে।