শীর্ষরিপো্র্ট ডটকম। ২ জুলাই ২০১৬
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রোববার বিকেল ৪টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে এ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। এর আগে রোববার বিকেল ৩টায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার এসব তথ্য জানিয়েছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনা, পুরোহিত হত্যা, গুম-খুনসহ চলমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এই বৈঠকের আহ্বান করা হয়েছে।