শীর্ষরিপো্র্ট ডটকম। ৭ জুন ২০১৬
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি মুসলিম উম্মাহর অব্যাহত সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। সোমবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে এ শুভেচ্ছা জানান খালেদা।
বাণীতে তিনি বলেন, পবিত্র রমজানের শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদেরকে পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য।
তিনি বলেন, মাহে রমজান আমাদের জন্য বয়ে আনুক শান্তি সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়- মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে আমি এ প্রার্থনা জানাই।
খালেদা জিয়া বলেন, আত্মসংযম ও আত্মশুদ্ধির মহান বার্তা নিয়ে মাহে রমজান আবার আমাদের মাঝে উপস্থিত। সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহ-তায়ালার সন্তুষ্টি অর্জন এবং সব রকম লোভ-লালসার ঊর্ধ্বে উঠে অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকা পবিত্র রমজানের প্রধান শিক্ষা।