শীর্ষরিপো্র্ট ডটকম । ১৪ মার্চ ২০১৭
বর্তমান ক্ষমতাসীনদের দুঃশাসনে দেশের মানুষ আজ বাকরুদ্ধ। সরকার বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার অপকৌশল হিসেবে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট ও ভুয়া মামলা দায়ের করে কারাগারে রাখার চেষ্টা অব্যাহত রেখেছে বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
সোমবার রাতে নেত্রকোণা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা লিটনকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, মানুষের মধ্যে ভীতি ছড়াতে সারাদেশে গুম, খুন, অপহরণসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে কাল্পনিক মামলা দায়ের এবং তাদের গ্রেফতার ক্ষমতাসীনদের মূল লক্ষ্যে পরিণত হয়েছে। সোমবার রাতে নেত্রকোণা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা লিটনকে পুলিশ কর্তৃক গ্রেফতারের ঘটনা বর্তমান সরকারের অব্যাহত ফ্যাসিবাদী কর্মকাণ্ডেরই বহিঃপ্রকাশ। তিনি অবিলম্বে মাসুদ রানা লিটনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান।