কাদের সিদ্দিকীর গ্রহণযোগ্য ইসি গঠনের আহ্বান

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৩  ডিসেম্বর  ২০১৬

কাদের সিদ্দিকীর গ্রহণযোগ্য ইসি গঠনের আহ্বান

কাদের সিদ্দিকীর গ্রহণযোগ্য ইসি গঠনের আহ্বান

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সংলাপকালে স্বাধীন ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন (ইসি) গঠনের আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম।

বুধবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের এ কথা জানান কাদের সিদ্দিকী।

তিনি বলেন, রাষ্ট্রপতি স্বাধীন ও মুক্তভাবে ইসি গঠন করতে পারেন। আমরা রাষ্ট্রপতিকে বলেছি, বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) ওপর কারো আস্থা নেই। আপনি নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করুন, যা সব রাজনৈতিক দল মেনে নেবে।

তিনি আরো বলেন, রাষ্ট্রপতিকে বলেছি, রাষ্ট্রের অভিভাবক আপনি। আপনাকে এ বিষয়টি সমাধান করতে হবে। সুষ্ঠু নির্বাচন করা ছাড়া দেশে গণতন্ত্র চর্চা হবে না। দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ ইসির প্রয়োজন। জবাবে রাষ্ট্রপতি বলেছেন, সবার সঙ্গে আলোচনা করে এ বিষয়টি ঠিক করা হবে।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, সংসদে আইন করে নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে একটি দলের (জাতীয় পার্টির) প্রস্তাবের বিরোধিতা করেছি। আমরা এই সংসদকে জনসমর্থনহীন ও অনাস্থার সংসদ মনে করি। এই সংসদের ১৫৩ জন সংসদ সদস্য অনির্বাচিত। ইসি গঠনে এই সংসদের দ্বারা কোনো আইন প্রণয়নের প্রয়োজন নেই।

তিনি আরো বলেন, রাষ্ট্রপতিকে বছরে দুই বার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার অনুরোধ করেছি।

এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, রাষ্ট্রপতির মনোভাব অত্যন্ত ইতিবাচক। ইসি গঠন উপলক্ষে রাষ্ট্রপতির সংলাপের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসি গঠনে কারো নাম প্রস্তাব করিনি। সার্চ কমিটি করেই হোক আর না করেই হোক, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যেভাবে ইসি গঠনে কাজ করবেন তাতে আমরা সমর্থন করব। আশা করি, নতুন নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন ও সবার কাছে গ্রহণযোগ্য হবে।

 

 

Related posts