শীর্ষরিপো্র্ট ডটকম । ৩০ সেপ্টেম্বর ২০১৬

এরশাদ কাল দুইদিনের সিলেট সফরে যাচ্ছেন
সাংগঠনিক সফরে দুইদিনের জন্য সিলেট যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আগামীকাল শনিবার দুপুরে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। আগামী রোববার তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
সিলেট সফরকালে শনিবার তিনি হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন। বিকেলে সিলেটে জাতীয় পার্টির জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
দুইদিনের সিলেট সফরে এরশাদের সফরসঙ্গী থাকছেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদেরসহ দলের শীর্ষপর্যায়ের নেতারা।