শীর্ষরিপো্র্ট ডটকম। ২৬ মে ২০১৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২৯ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল জাপান গিয়েছে। প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সভাপতি আব্দুল মাতলুব আহমেদ।
এফবিসিসিআইয়ের প্রতিনিধি দলটি জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। জাপানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে এফবিসিসিআই এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। বাংলাদেশে জাপানের শিল্প স্থানান্তরের বিষয়েও অনুরোধ জানাবেন বাংলাদেশের ব্যবসায়ী নেতারা।
এছাড়া এফবিসিসিআই নেতারা জাপানের বাজারে আরো বেশি সংখ্যক বাংলাদেশি পণ্য রফতানির সুযোগ প্রদানের জন্য অনুরোধ জানাবেন।
উল্লেখ্য, এফবিসিসিআই বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় জাপানের প্রযুক্তিগত সহায়তা এবং বাংলাদেশে জাপানের প্রযুক্তি হস্তান্তরের উপর গুরুত্ব আরোপ করে আসছে।
এফবিসিসিআই প্রতিনিধিদলে রয়েছেন: এফবিসিসিআই সহ-সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমাদ, এফবিসিসিআইয়ের প্রাক্তন প্রথম-সহ সভাপতি ও বর্তমান পরিচালক মো. জসিম উদ্দিন, এফবিসিসিআই পরিচালক মো. আমিনুল হক (শামীম), শেখ ফজলে ফাহিম, মোহাম্মদ হাবিব উল্ল্যাহ ডন, মুনতাকিম আশরাফ, তাকারাকুল তোসাদ্দেক হোসাইন খান, নাজ ফারহানা আহমেদ, মো. বজলুর রহমান, প্রবীর কুমার সাহা, মোহাম্মদ রেজাউল করিম রেজনু, মোহাম্মদ নিজাম উদ্দিন, হাসিনা নেওয়াজ, মাসুদ পারভেজ ইমরান, মো. আবু নাসের, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, মো. মোসাদ্দেক হোসেইন বাবলু, শামীম আহমেদ, মনসুর আহমেদ কামাল, এফবিসিসিআইয়ের প্রাক্তন পরিচালক আব্দুল হক, নুর আলী, মাগুরা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহিউদ্দিন, এএসএল সিইও আফতাব আহমেদ, ময়মনসিংহ চেম্বারের সভাপতি মো. একরামুল হক, গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিএম কামাল, ফারবিন্ট ট্রেডার্সের প্রোপ্রাইটর মীর মোহাম্মদ জাকির হোসেন স্বপন এবং রাকা অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাত প্রমুখ।
সফর শেষে এফবিসিসিআই প্রতিনিধি দল আগামী ২৯ মে ঢাকায় ফিরবে বলে আশা করা হচ্ছে।প্রোপ্রাইটর মীর মোহাম্মদ জাকির হোসেন স্বপন এবং রাকা অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাত প্রমুখ।
সফর শেষে এফবিসিসিআই প্রতিনিধি দল আগামী ২৯ মে ঢাকায় ফিরবে বলে আশা করা হচ্ছে।