উন্নয়নে দাতাদের সহায়তার হার কমেছে

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৮  ডিসেম্বর  ২০১৬

উন্নয়নে দাতাদের সহায়তার হার কমেছে

উন্নয়নে দাতাদের সহায়তার হার কমেছে

চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) দাতাদের অর্থছাড় ও প্রতিশ্রুতি কমেছে। এ সময়ে ছাড় হয়েছে ৯০ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার। যেখানে গত অর্থবছরে একই সময়ে মোট অর্থছাড়ের পরিমাণ ছিল ১০০ কোটি ৩৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ইআরডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গত অর্থবছরে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে বড় অংকের ঋণের প্রতিশ্রুতি এসেছিল। কিন্তু সেটি ছিল বিশেষ ঋণ। তাই মনে হচ্ছে প্রতিশ্রুতি ব্যাপক ছিল।

গত অর্থবছর মোট যে পরিমাণ অর্থছাড় হয়েছে তার মধ্যে ঋণ ছিল ৮০ কোটি ৬৬ লাখ ৬০ হাজার এবং অনুদান ছিল ৯ কোটি ৬৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার। গত অর্থবছরে যে অর্থছাড় হয়েছিল তার মধ্যে ঋণ ছিল ৮৪ কোটি ২৭ লাখ ৪০ হাজার এবং অনুদান ১৬ কোটি ১১ লাখ ২০ হাজার ডলার।

তিনি আরও জানান, চলতি অর্থবছরে পাঁচ মাসে উন্নয়নসহযোগীদের প্রতিশ্রুতি এসেছে ১৩৪২ কোটি ২৭ লাখ ৭০ লাখ ডলার। এর মধ্যে ঋণের পরিমাণ হচ্ছে ১ হাজার ৩৩৫ কোটি ৮৯ লাখ ৯০ হাজার এবং অনুদান ৬ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল ৯৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ঋণ ৮৮ কোটি ১২ লাখ ৪০ হাজার এবং অনুদান ৯ কোটি ১০ লাখ ১০ হাজার ডলার।

এছাড়া চলতি অর্থবছরের পাঁচ মাসে উন্নয়নসহযোগীদের অর্থপরিশোধের পরিমাণ হচ্ছে ৪০ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ডলার। এর মধ্যে আসল হচ্ছে ৩১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার এবং সুদ ৮ কোটি ৭৮ লাখ ২০ হাজার ডলার।

গত অর্থবছরের একই সময়ে (প্রথম পাঁচ মাস) পরিশোধ করা হয়েছে ৪৩ কোটি ৫৫ লাখ ৩০ হাজার ডলার। এর মধ্যে আসল ৩৫ কোটি ৭৪ লাখ ৭০ হাজার ডলার এবং অনুদান ৭ কোটি ৮০ লাখ ৬০ হাজার ডলার।

 

Related posts