‘আ.লীগকে একদলীয় নির্বাচনের সুযোগ দেব না’ঃব্যারিস্টার মওদুদ

শীর্ষরিপো্র্ট ডটকম । ২২মে  ২০১৭

‘আ.লীগকে একদলীয় নির্বাচনের সুযোগ দেব না’ঃব্যারিস্টার মওদুদ

‘আ.লীগকে একদলীয় নির্বাচনের সুযোগ দেব না’ঃব্যারিস্টার মওদুদ

এবার আওয়ামী লীগকে একদলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ দেব না। এবার একদলীয় কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। বিএনপির অংশগ্রহণে এবার নির্বাচন হবে বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ।

সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির চত্বরে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন মুন্নী, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সাঈদুল ইসলাম, মির্জা আল মাহমুদ ও মো. আলীসহ প্রায় শতাধিক আইনজীবী।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশি অভিযানের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে এ সময় ওই তল্লাশির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করা হয়। ২৫ মে (বৃহস্পতিবার) সারাদেশের সব আইনজীবী সমিতি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেয়া হয়।

মওদুদ বলেন, বিএনপি যখন ইতিবাচক রাজনীতির সিদ্ধান্ত নিয়েছে এবং খালেদা জিয়ার ভিশন-৩০ মানুষকে উজ্জীবিত করেছে, ঠিক সেই মুহূর্তে এ ধরনের তল্লাশির ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে, পরিবেশটা নষ্ট করার জন্য।

 

Related posts