আব্বাসের স্ত্রী আফরোজা মহিলা দলের সভাপতি

শীর্ষরিপো্র্ট ডটকম । ২৮ সেপ্টেম্বর ২০১৬

আব্বাসের স্ত্রী আফরোজা মহিলা দলের সভাপতি

আব্বাসের স্ত্রী আফরোজা মহিলা দলের সভাপতি

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। সুলতানা আহমেদ হয়েছেন সাধারণ সম্পাদক।

বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি অনুমোদন করেছেন।

আফরোজা আব্বাস আগের কমিটির সহসভাপতি ছিলেন। অন্যদিকে তার স্বামী মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্বে আছেন।

এছাড়া নূরজাহান ইয়াসমিন সিনিয়র সহসভাপতি আর জেবা খান নবগঠিত মহিলা দলের সহসভাপতি হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন হেলেন জেরিন খান।

একই সঙ্গে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) জাতীয়তাবাদী মহিলা কমিটিও ঘোষণা করা হয়েছে। উত্তরের সভাপতি হয়েছেন পেয়ারা মোস্তফা আর সাধারণ সম্পাদক আমেনা বেগম।

ঢাকা দক্ষিণে সভাপতি হয়েছেন রাজিয়া আলিম আর সাধারণ সম্পাদক শামসুননাহার বেগম।

 

Related posts