শীর্ষরিপো্র্ট ডটকম । ২১ মার্চ ২০১৭
ফের কমানো হলো স্বর্ণের দাম। এক সপ্তাহের মধ্যে স্বর্ণের দাম এ নিয়ে দু’বার কমলো। নতুন দাম অনুযায়ী, ভরিপ্রতি ৯৯১ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
রোববার বিকেলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বাজুস জানায়, নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনা (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৯০৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি ২৫ হাজার ২০ টাকা।
তবে বাড়ানো হয়েছে রুপার দাম। সোমবার থেকে রুপার ভরি ৯৩৩ টাকা থেকে বেড়ে ১ হাজার ৫০ টাকা হচ্ছে। প্রতি ভরিতে দাম বাড়ছে ১১৭ টাকা।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারে তা সমন্বয় করতে দাম কমানো হয়েছে, জানায় বাজুস। এর আগে ১৪ নভেম্বর স্বর্ণের দাম কমানো হয়েছিল।