আজ সংলাপের জন্য আ.লীগের প্রতিনিধি চূড়ান্ত হবে

শীর্ষরিপো্র্ট ডটকম ।   ৪  জানুয়ারি  ২০১৭

আজ সংলাপের জন্য আ.লীগের প্রতিনিধি চূড়ান্ত হবে

আজ সংলাপের জন্য আ.লীগের প্রতিনিধি চূড়ান্ত হবে

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ১১ জানুয়ারি সংলাপ হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কত সদস্যের প্রতিনিধি দল থাকবে এবং কাদের রাখা হবে, সে বিষয়টি চূড়ান্ত করা হবে আজকের (৪ জানুয়ারি) কার্যনির্বাহী কমিটির সভায়। এজন্যই ওয়ার্কিং কমিটির সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্যদেরও সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে আলোচনা করে জানা গেছে, সংবিধানের মধ্যে থেকে নির্বাচন কমিশন ও সার্চ কমিটি গঠনের প্রস্তাব দেয়া হবে। এটা অনেকটাই নিশ্চিত। তবে, এ বিষয়ে দলের প্রবীণ ও আইন বিশেষজ্ঞ নেতাদের মতামত নেয়া হতে পারে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, যেহেতু ১১ জানুয়ারি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে। তবে যা কিছুই করা হোক না কেন সংবিধানের বাইরে যাওয়া যাবে না। দলের পক্ষ থেকে এমন প্রস্তাবই করা হবে।

তিনি বলেন, দলের প্রবীণ আইনজীবী ও বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদেরও মতামত নেয়া হবে। যেসব দল এ পর্যন্ত রাষ্টপতির সঙ্গে দেখা করেছেন তারা কী ধরনের প্রস্তাব দিয়েছে, সেগুলোর বিশ্লেষণ করা হতে পারে আজকের সভায়।

 

Related posts