শীর্ষরিপো্র্ট ডটকম। ২৭ জুন ২০১৬
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জঙ্গি আখ্যা দিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, পত্রিকায় দেখলাম খালেদা বলেছেন, আওয়ামী লীগ নাকি জঙ্গিদের দল। এটি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাচার। এর চেয়ে বড় মিথ্যা হয় না। আসলে খালেদার মতিভ্রম হয়েছে।
মোহাম্মদ নাসিম বলেছেন, আ
র একটি মাত্র জঙ্গি দমন বাকি রয়েছে, সেটি হচ্ছে খালেদা।
সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) শাখা স্বাধীনতা চিকিৎসক পরিষদের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমরা তো জঙ্গি দমন করছি। আর একটি মাত্র জঙ্গি দমন বাকি রয়েছে, সেটি হচ্ছে খালেদা জিয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউ’র সাবেক ভিসি প্রাণ গোপাল দত্ত, বর্তমান ভিসি কামরুল হাসান খান, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু প্রমুখ।