আইভী ৫ জানুয়ারি শপথ নেবেন

শীর্ষরিপো্র্ট ডটকম ।   ৩  জানুয়ারি  ২০১৭

আইভী ৫ জানুয়ারি শপথ নেবেন

আইভী ৫ জানুয়ারি শপথ নেবেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটে নির্বাচিতদের শপথ অনুষ্ঠান ৫ জানুয়ারি নির্ধারণ করেছে স্থানীয় সরকা।আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২২ ডিসেম্বর ভোট শেষে নির্বাচিতদের নাম-ঠিকানাসহ ২৮ ডিসেম্বর গেজেট প্রকাশ করে ইসি। এরপরই স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যববস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়। সোমবার এ পরিপ্রেক্ষিতে শপথ আয়োজনে স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক সংশ্লিষ্টদের এ সংক্রান্ত আমন্ত্রণপত্রও পাঠিয়েছেন। নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাউন্সিলরদের শপথ পড়াবেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন।

এবারই দলীয় ভিত্তিতে প্রথম সিটি ভোট হয় নারায়ণগঞ্জে। এ ভোটে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পৌনে ১ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদে পুনঃনির্বাচিত হলেন নৌকা প্রতীকের সেলিনা হায়াৎ আইভী। তার সঙ্গে ২৭ সাধারণ কাউন্সিলর ও ৯ সংরক্ষিত কাউন্সিলরও নির্বাচিত হয়েছেন। ভোটের দুই সপ্তাহের মাথায় শপথ নিচ্ছেন তারা। এরপরই দায়িত্ব নেওয়ার পালা।

 

 

Related posts