শীর্ষরিপো্র্ট ডটকম । ১১ ডিসেম্বর ২০১৬
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে অবরুদ্ধ গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস মিলনায়তনে সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খানের ৩২তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মুক্তাদির, সাবেক সংসদ সদস্য নিলুফা চৌধুরী মনি, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান প্রমুখ।
নজরুল ইসলাম খান বলেন, দেশের মানুষ আজ প্রতিনিয়ত গুম, খুন হচ্ছে। এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে আনার সময় এসেছে।