শীর্ষরিপো্র্ট ডটকম। ২৯ মে ২০১৬
রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে আমানুল্লা (৪৫) নামের এক অজ্ঞান পার্টির সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাকে গ্রেপ্তার করা হয়। অজ্ঞান পার্টির এই সদস্য ট্রেনের যাত্রীদের লক্ষ্য করে কাজ করত বলে পুলিশ জানায়।
রোববার দুপুরে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে যাত্রীদের অজ্ঞান করে সবকিছু নিয়ে যায় আমানুল্লা। গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনে আগে থেকে অবস্থান নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আমানুল্লা এর আগেও যাত্রীদের টাকা-পয়সা বা মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে গিয়েছিল। তার বিরুদ্ধে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে। তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে তাদের চক্রের বাকি সদস্যদের ব্যাপারে তথ্য জানার চেষ্টা করা হবে।