মান্নানকে নাজেহাল করা হচ্ছে : ফখরুল

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৭  নভেম্বর  ২০১৬

 

মান্নানকে নাজেহাল করা হচ্ছে : ফখরুল

মান্নানকে নাজেহাল করা হচ্ছে : ফখরুল

জামিন পাওয়ার পরও গাজীপুরের মেয়র এম এ মান্নানকে নতুন মামলায় কারাগারে পাঠানোয় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘কারাগার থেকে বের হয়ে তিনি (এম এ মান্নান) যাতে মেয়রের দায়িত্ব পালন করতে না পারেন, সেজন্যই নতুন করে বানোয়াট মামলা দায়েরের মাধ্যমে তাকে নাজেহাল করা হচ্ছে।’

শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিএনপি ভাইস চেয়ারম্যান এম এ মান্নানকে আদালত থেকে জামিন পেলেও পুনরায় চাঁদাবাজির মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান একের পর এক মিথ্যা মামলায় জামিন পাওয়ার পরও বারবার চক্রান্তমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে আটকিয়ে রাখা হচ্ছে।’

তিনি বলেন, ‘এভাবে আটকিয়ে রেখে বিপুল ভোটে নির্বাচিত মেয়র মান্নানকে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত করা হচ্ছে। এটি স্বৈরাচারী আওয়ামী সরকারের প্রতিহিংসামূলক চরিত্রের নিষ্ঠুর বহিঃপ্রকাশ। আওয়ামী লীগ বিগত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয়ে প্রতিহিংসাপরায়ণ হয়ে অধ্যাপক মান্নানকে পর্যদুস্ত করার অপচেষ্টা করছে।’

সরকার প্রতিহিংসার রাজনীতিতে মেতেছে মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি নেতা-কর্মীদেরকে গ্রেপ্তার ও নির্যাতনের মাধ্যমে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত কোনক্রমেই ফলপ্রসু হবে না। সরকারের এ ধরনের প্রতিহিংসামূলক কার্যকলাপ এই সত্যই প্রমাণ করে যে, এই অনৈতিক সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না এবং জনগণের প্রদত্ত রায়কে অসম্মান ও অগ্রাহ্য করে।’

বিএনপি মহাসচিব অবিলম্বে অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

অপর এক বিবৃতিতে বগুড়া জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

 

 

Related posts