শীর্ষরিপো্র্ট ডটকম । ৪জুন ২০১৭

‘বাজেট সাধারণ মানুষের শেষ রক্তবিন্দু শুষে নেয়ার সর্বশেষ চেষ্টাঃ’ বিএনপি
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর এখনও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি বিএনপি। তবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাজেট নিয়ে শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে টুইট করেছেন।
টুইট বার্তায় খালেদা জিয়া বলেন, ‘বছর বছর ধরে জাতির সম্পদ লুণ্ঠনকারী লোভী চক্র যে আরও লুট করতে চায় এই বাজেট তারই সাক্ষ্য বহন করে। এক নিষ্ঠুর বাজেট সাধারণ মানুষের শেষ রক্তবিন্দু পর্যন্ত শুষে নেয়ার শোষক শ্রেণির সর্বশেষ চেষ্টা। প্রতিরোধই মুক্তির একমাত্র পথ।’
এদিকে বাজেট ঘোষণা পর বিএনপি নেতারা বিচ্ছিন্নভাবে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করলেও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।