ডিএনসিসির নেতৃত্বে শ্যামলীর শিশু মেলা

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৬  নভেম্বর  ২০১৬

ডিএনসিসির নেতৃত্বে শ্যামলীর শিশু মেলা

ডিএনসিসির নেতৃত্বে শ্যামলীর শিশু মেলা

শ্যামলীর শিশু মেলা ডিএনসিসি’র দখলেরাজধানীর শ্যামলীতে শিশু মেলায় মেয়র আনিসুল হকের নেতৃত্বে অভিযান।

রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু মেলা দখলে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)।

দখলে নেয়ার পর ডিএনসিসি’র মেয়র আনিসুল হক বলেছেন, একের পর এক মামলা আর রিটের কারণে আমরা পার্কটি দখলে যেতে পারিনি। কিন্তু এখন আমাদের পক্ষে রায় আসায় আমরা পার্কটি দখলে নিয়েছি। শিশু মেলা আজ থেকে বন্ধ।

পার্কটি ডিএনসিসি দখলে নেওয়ার পর শনিবার দুপুরে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

আনিসুল হক বলেন, এক লাখ ৪৫ হাজার টাকার বিনিময়ে পার্কটি ইজারা দেওয়া হয়েছিল। ইজারা চুক্তি শেষে আমরা পার্কটি দখলের সিদ্ধান্ত নিই। একের পর এক মামলা আর রিটের কারণে আমরা পার্কটি দখলে যেতে পারিনি। এখন পক্ষে রায় আসায় আমরা জয়ী হয়েছি। এদের অনেকেই দখলদার। সাধারণ মানুষের জমি আর দখলে যেতে দেওয়া হবে না।

ডিএনসিসি মেয়র বলেন, আমরা একটা ‘সিজার লিস্ট’ তৈরি করব। মালামালের কোনো ক্ষতি হবে না। দখলদাররা সাধারণ মানুষের জমি দখল করে আছে। তাই তাদের এখানে কোনো অধিকার নেই।

 

Related posts