শীর্ষরিপো্র্ট ডটকম । ৫ নভেম্বর ২০১৬
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন ঠাকুরগাঁওয়ে হিন্দুদের মন্দির ভাঙচুরের অভিযোগে স্থানীয় বিএনপি নেতাকে আসামি করা উদ্দেশ্যপ্রণোদিত।
শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা বলেন।
বিবৃতিতে ফখরুল বলেন, মন্দিরে হামলার ঘটনায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পয়গাম আলীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দেয়া হয়েছে। সরকার এসব হামলার সঠিক কারণ না খুঁজে বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে।
তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা খুবই উদ্বেগজনক। সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বিরোধীদলে ওপর দায় চাপানোর অপকৌশল হাতে নিয়েছে।
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত খুবই সন্দেহজনক। বিশেষ মহলের চক্রান্ত এখন দেশকে গভীর শঙ্কটের দিকে ধাবিত করছে।
তিনি অভিযোগ করেন, জনগণের দৃষ্টিকে ঝাপসা করতে সরকার এসব ন্যক্কারজনক ঘটনায় রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য বিরোধীদলকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করছে।