শীর্ষরিপো্র্ট ডটকম । ১ নভেম্বর ২০১৬
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৪৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
সিপিবির গণমাধ্যম বিষয়ক আহ্ববায়ক মনজুর মঈন জানান, মঙ্গলবার বেলা ৩টায় রাজধানীর পল্টনে মুক্তি ভবনে সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এর আগে গত ২৯ অক্টোবর একাদশ কংগ্রেসের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে ৭ সদস্যের সভাপতিমণ্ডলী নির্বাচিত হয়।
ওই অধিবেশনে ৬৮২ জন প্রতিনিধি, যাদের মধ্যে ২১৭ জন নারী ও ১৭ জন আদিবাসী কংগ্রেসে যোগ দেন। এ ছাড়া ১০৮ জন পর্যবেক্ষক, ২৬ জন ভ্রাতৃপ্রতিম পার্টির প্রতিনিধি অংশ নেন।