শীর্ষরিপো্র্ট ডটকম । ২৩ অক্টোবর ২০১৬
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি যখন দলের দায়িত্ব নিই তখন আমার ছেলে-মেয়েরা অনেক ছোট ছিল। তাদের স্নেহবঞ্চিত করে আওয়ামী লীগকে অনেক সময় দিয়েছি। আমার মনে হয়, লক্ষ্য পূরণ করেছি। এখন আমার দায়িত্ব শেষ।’
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম সম্মেলনের সমাপনী বক্তব্যে তিনি এসব তথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘দীর্ঘ সময় দলের নেতৃত্ব দিয়েছি। চলার পথে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। অনেকে আমাকে আজীবন আওয়ামী লীগের সভানেত্রী থাকতে বলেন। কিন্তু একজনের পক্ষে আজীবন সভানেত্রী থাকা সম্ভব নয়।’
তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষে যে সব সম্ভব তা প্রমাণ হয়েছে। ক্ষমতায় থেকে আওয়ামী লীগ যে কাজ করেছে সেজন্যে বাংলার মানুষ চিরদিন এ দলকে স্মরণ করবে।
নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘দায়িত্ব পালনের শুরু থেকে আপনারা আমার পাশে থেকে জীবন রক্ষা করেছেন। ২১ আগস্ট মানবঢাল তৈরি করে জীবন বাঁচিয়েছেন। আপনারা আমাকে অনেক সম্মান দিয়েছেন, যা কোনোদিন ভুলবার নয়।’
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তিনি দায়িত্ব থেকে বিদায় নিতে চাইলে সবাই না-না বলে চিৎকার শুরু করেন।
এসময় সবাইকে থামিয়ে দলীয় সভানেত্রী ফের বক্তব্য শুরু করেন। তিনি বলেন, এখন থেকে কমিটির মেয়াদ শেষ হয়ে গেল। নির্বাচন কমিটির ওপর দায়িত্ব দেয়া হলো। নির্বাচন কমিশন নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
পরে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন নতুন নেতৃত্ব ঘোষণা করেন।