৪৮ ঘণ্টার মধ্যে শহর বর্জ্যমুক্ত হবে : সাঈদ খোকন

শীর্ষরিপো্র্ট ডটকম । ১৩  সেপ্টেম্বর   ২০১৬

৪৮ ঘণ্টার মধ্যে শহর বর্জ্যমুক্ত হবে : সাঈদ খোকন

৪৮ ঘণ্টার মধ্যে শহর বর্জ্যমুক্ত হবে : সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যেই শহরকে বর্জ্যমুক্ত করা হবে।

মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার ধোলাইখাল সাদেক হোসেন খোকা মাঠের অস্থায়ী গরুর হাটের বর্জ্য অপসারণের মধ্য দিয়ে কোরবানির বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করেন মেয়র।

এ সময় মেয়র বলেন, এখন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যেই ডিএসসিসির সব এলাকার কোরবানি বর্জ্য অপসারণ করা হবে। বর্জ্য অপসারণের সফলতা-ব্যর্থতা ৪৮ ঘণ্টা পর সংবাদ সম্মেলন করে জানানো হবে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, কোরবানির জন্য ২০ হাজার মেট্রিক টন অতিরিক্ত বর্জ্য তৈরি হবে। বর্জ্য অপসারণের জন্য ডিএসসিসির ৮ হাজার নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি অতিরিক্ত পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেয়া হয়েছে।

 

Related posts