শীর্ষরিপো্র্ট ডটকম । ২৪ জানুয়ারি ২০১৭
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে এএসএম সোহরাব হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব মু. জসীন উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে প্রেষণে এ নিয়োগে দেয়া হয়েছে।
আদেশে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের এএসএম সোহরাব হোসেনকে রাষ্ট্রপতির আদেশক্রমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা পদে স্ববেতনে প্রেষণে নিয়োগের নিমিত্ত তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হলো।এর আগে তিনি খুলনায় ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস হিসেবে কর্মরত ছিলেন।